Skip to content

আরজি কর মেডিক্যাল কলেজে ঘটনার প্রতিবাদে,মেদিনীপুরে বিজেপির পথ অবরোধ আন্দোলনকে ঘিরে উত্তেজনা!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুরে বিজেপির পথ অবরোধ আন্দোলনকে ঘিরে উত্তেজনা, বিজেপি কর্মীকে লাঠিচার্জ পুলিশের। ঘটনায় আটক কয়েকজন বিজেপি কর্মী। আর জি কর মেডিক্যালের ঘটনার প্রতিবাদে এবং প্রকৃত দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে সারা রাজ্যের সঙ্গে মেদিনীপুর শহরের কেরানিতলায় বিক্ষোভ অবরোধ কর্মসুচি নেয় বিজেপি। সেখানে আন্দোলন চলাকালীন উপস্থিত পুলিশের সঙ্গে বচসা বাঁধে আন্দোলনকারীদের। এরপরই ধস্তাধস্তি শুরু হলে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ বিজেপি কর্মীদের। ঘটনায় আহত হয়েছে বিজেপি কর্মীরা। বিক্ষোভ চলাকালীন বিজেপির সংখ্যালঘু সেলের এক নেতাকেও চ্যাংদোলা করে তুলে নিয়ে গাড়িতে তুলতে দেখা যায় পুলিশকে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয় এলাকায়।

এদিন দিলীপ ঘোষ বলেন, "পশ্চিমবঙ্গে মানবতা বিপন্ন। পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশকেও ছাপিয়ে গিয়েছে পশ্চিমবঙ্গ।"যিনি মুখ্যমন্ত্রী তিনিই স্বাস্থ্য এবং পুলিশ মন্ত্রী। কামদুনি, বগটুই থেকে সন্দেশখালি। একটার পর একটা জঘন্য ঘটনায় পশ্চিমবঙ্গ রেকর্ড করেছে। একটা লোককে সাজা দেওয়া হয় না। পুলিশ ভুল করে ধরে ফেললে পুলিশকেই সাজা দেওয়া হয়। এটা কোনও সভ্য দেশে মেনে নেওয়া যায় না। একজন মহিলার কাছ থেকে এটা আমরা আশা করিনি যে এমন চরম পরিস্থিতি তৈরি হবে।আরজি করে ডাক্তারি ছাত্রীকে নৃশংসভাবে খুন এবং আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় নিন্দা করতে গিয়ে বাংলার অবস্থা পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশের চেয়েও শোচনীয় বলে দাবি করলেন দিলীপ ঘোষ ।

Latest