নিজস্ব সংবাদদাতা : রবিবার ৭ ই ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে মেদিনীপুর শহরের পূর্বতন ডিসিসিআই এর দপ্তরে প্রকাশিত হলো গ্রন্থ - "করোনা" । বইটি সম্পাদনা করেছেন ড.চিত্ততোষ পৈড়া। মোট ৪২ জন লেখকের লেখা নিয়ে ৫০টি আলাদা আলাদা বিষয়ে করোনাকালীন সময়ে করোনার সমাজ ও শিক্ষার উপর যে প্রভাব তা নিয়ে বইটির রুপদান করা হয়েছে। বইটির মোড়ক উন্মোচনে উপস্থিত ছিলেন- মেদিনীপুর কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ড.অমর সাহা,মৌপাল স্কুলের প্রধান শিক্ষক ড. প্রসূন পড়িয়া, মেদিনীপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজের অধ্যাপক ডাঃ সুদীপ চৌধুরি, গোদাপিয়াশাল হাই স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক মণিকাঞ্চন রায়, খেলাড় গজেন্দ্র হাই স্কুলের শিক্ষক কাঞ্চন ঘড়া, সমাজ কর্মী ও শিক্ষক সুদীপ কুমার খাঁড়া,এলাহিয়া হাই মাদ্রাসার শিক্ষক নরসিংহ দাস ও অভিজিৎ দাস, হিজলি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক স্বরূপ দে, শিরোমণি হাইস্কুল এর শিক্ষক দীপক ভুই ও প্রকাশক অমিত অধিকারী সহ বিশিষ্টজনেরা।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক অর্জুন কুমার দাস । পাঠক- পাঠিকার কাছে একান্তভাবে অনুরোধ বইটি আপনারা সংগ্রহ করবেন এবং পড়বেন, করোনাকালীন সময়ের ভয়াবহ ইতিহাস ও তা থেকে উত্তরণের পথ আপনারা সবিস্তারে জানতে পারবেন।