Skip to content

"উন্নয়নের গতিধারা" মেদিনীপুরে ধরাশায়ী বিজেপি, জয়ী তৃণমূল প্রার্থী সুজয় হাজরা!

1 min read

জয়ী সুজয় বলেন "এই জয় মানুষের জয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় জয় । আমি একজন মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে প্রার্থী হয়েছে....

পশ্চিম মেদিনীপুর, সেখ ওয়ারেশ আলী : ১৩ বছর হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে। তারপর থেকে প্রতিবারের ভোটে (২০১৯-এর লোকসভা নির্বাচন বাদে) তৃণমূলের দাপট আরও বেড়েছে। সংখ্যায়, ভোটের শতাংশেও বিরোধীদের বহু যোজন পিছনে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ রাজ্যের ছ'টি বিধানসভা আসনে উপনির্বাচনের ফলপ্রকাশ হল৷১৩নভেম্বর পশ্চিমবঙ্গের পাঁচ রাজ্যের ছ'টি আসনে উপনির্বাচন হয়েছে গত ১৩ নভেম্বর। কোচবিহারের সিতাই, আলিপুরদুয়ারের মাদারিহাট, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর, বাঁকুড়ার তালড্যাংরা এবং উত্তর ২৪ পরগনার হাড়োয়া ও নৈহাটিতে।৬’টি জায়গায় বিধানসভা উপনির্বাচন হয়েছে ৷ ৬টির মধ্যে মাদারিহাট ছাড়া বাকি পাঁচটি বিধানসভা ছিল তৃণমূলের দখলে ৷ একটি ছিল বিজেপি'র ৷ আরজি কর-কাণ্ডের পর তৃণমূল কি তাদের আসন ধরে রাখতে পারবে এটাই ছিল বড় প্রশ্ন ? অবশেষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের গতিধারা কি মানুষ সমর্থন করে উপনির্বাচনের ছটি আসনে তৃণমূল প্রার্থীকে জয়ী করিয়েছে। মেদিনীপুরে বিধানসভা উপনির্বাচনে জয়ী হলেন তৃণমূল। বড় ব্যবধানেই। ৩৩ হাজার ৯৯৬ ভোট জয়ী হলেন সুজয় হাজরা, ভোট পেয়েছে ১,১৫,১০৪। বিজেপি ৮১,১০৮। বাম ১১,৮৯২। কংগ্রেস ৩,৯৫৯। জয়ী তৃণমূল প্রার্থী সুজয় হাজরা বলেন "এই জয় মানুষের জয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় জয় । আমি একজন মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে প্রার্থী হয়েছে। গ্রাম থেকে শহর, মানুষের সমর্থন পেয়েছি। তবে, শহরে ব্যবধান আর একটু বেশি হলে ভালো হতো! মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। সদর ব্লকের নদী ভাঙন, মেদিনীপুর শহরে যানজটের সমস্যার উপর গুরুত্ব দেব।"

Latest