Skip to content

ঐতিহাসিক প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে মেদিনীপুর শহরে পালিত হল দলের ২৯ তম প্রতিষ্ঠা দিবস!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জন্ম, সেই ঐতিহাসিক প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে মেদিনীপুর শহরে পালিত হল দলের ২৯ তম প্রতিষ্ঠা দিবস। বাংলার রাজনীতিতে পরিবর্তনের যে লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছিলেন, তারই ধারাবাহিকতায় এদিন মেদিনীপুর শহরের কেরানিতলা চত্বরে মানবিক কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়।

মেদিনীপুর মহিলা তৃণমূল কংগ্রেস। সভানেত্রী মৌ রায়ের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রায় ৮০০ জন দুস্থ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ—‘মা, মাটি, মানুষ’-এর দর্শনকে সামনে রেখে নতুন বছরের শুরুতেই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে প্রতিষ্ঠা পালন করা হয়। একই সঙ্গে মেদিনীপুর পৌরসভার ২৫ টি ওয়ার্ডে এস আই আর প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা বিএলএ–২ দের সংবর্ধনা জানানো হয় মঞ্চ থেকেই।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নেত্রী ও নেতৃত্বরা জানান,মমতা বন্দ্যোপাধ্যায় কেবল একজন মুখ্যমন্ত্রী নন, তিনি বাংলার মানুষের সংগ্রামের প্রতীক। মানুষের অধিকার রক্ষার লড়াই থেকেই তৃণমূল কংগ্রেসের জন্ম, আর সেই লড়াই আজও অব্যাহত।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন প্রজন্মকে সঙ্গে নিয়ে দল আরও শক্তিশালী হচ্ছে বলেও বক্তারা জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা, জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, খড়গপুর গ্রামীণ বিধায়ক দিনেন রায়, কাউন্সিলার মোজাম্মেল হোসেন, মৃণাল কান্তি চৌধুরী, প্রদ্যুৎ ঘোষ, মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মৌ রায়, চন্ডি হাজরা সহ ৫ নম্বর ওয়ার্ডের অসংখ্য কর্মী ও সমর্থকরা।

Latest