পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : বছর চারেক আগে খড়্গপুর স্টেশন সুদীপকে ফেলে পালিয়ে গিয়েছিল তার বাবা-মা। তারপর খড়্গপুর স্টেশন থেকে উদ্ধার করা হয়েছিল। জন্মগত ত্রুটিসম্পন্ন ওই শিশুর তখন বয়স ছিল মাত্র ৬ মাস। পশ্চিম মেদিনীপুর জেলার শিশু সুরক্ষা দপ্তরের তরফে শিশুটিকে উদ্ধার করে রাখা হয় মেদিনীপুর শহরের উপকণ্ঠে রাঙামাটিতে অবস্থিত বিদ্যাসাগর বালিকা ভবনে বা সরকারি হোমে। সুদীপকে কোলে পিঠে করে মানুষ করেছেন হোমের কর্মী অনিমা মাহাতো, সোনামণি মান্ডিরা। তার সমস্ত ধরনের চিকিৎসা করানো হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন তথা শিশু সুরক্ষা দপ্তরের তরফে। নতুন বাবা মায়ের হাত ধরে এবার সে পাড়ি দিতে চলেছে সুদূর আমেরিকার নিউ জার্সিতে। সমস্ত নিয়ম মেনে দত্তক নেওয়ার প্রক্রিয়া শেষ হয়েছিল আগেই। সোমবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন এবং জেলা শিশু সুরক্ষা দপ্তরের তরফে আমেরিকার নিউ জার্সির দম্পতি যশুয়া লরেন্স এবং রাভিন লরেন্সের হাতে সংগীতকে তুলে দেওয়া হয়। সেই সঙ্গে পাসপোর্ট সহ যাবতীয় কাগজপত্রও তুলে দেওয়া হয়েছে। আমেরিকান দম্পতি বলেন, "এটা আমাদের কাছে নতুন বছরের সেরা উপহার।" মঙ্গলবার সকালে তার নতুন বাবা-মায়ের হাত ধরে বিদেশে পাড়ি দেবে সে।