Skip to content

মেদিনীপুর সিটি কলেজের উদ্যোগে এডস দিবস পালন!

নিজস্ব সংবাদদাতা :  মেদিনীপুর শহরের উপকন্ঠে অবস্থিত মেদিনীপুর সিটি কলেজের উদ্যোগে ১ লা ডিসেম্বর বিশ্ব এডস দিবস উদযাপিত হল। মহাবিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্প (NSS) ও অভ্যন্তরীণ মূল্যমান নির্ণায়ক সেল (IQAC) পুরো অনুষ্ঠানটি ব্যবস্থাপনা করেন। ঐ দিন দুপুর ২ টো থেকে কলেজ থেকে একটি সচেতনতা বিষয়ক পদযাত্রা ভাদুতলা অভিমুখে যাত্রা শুরু করেন। পদযাত্রার সূচনা করেন মহাবিদ্যালয়ের মাননীয় কর্ণধার অধ্যাপক প্রদীপ ঘোষ। পদযাত্রা থেকে পথচলতি সমস্ত মানুষদের এইডস ও এইচআইভি ভাইরাস বিষয়ে সচেতনতার বার্তা ও লিফলেট দেওয়া হয়।

কলেজ নিকটবর্তী ভাদুতলা চক পরিক্রমা করে পদযাত্রা মহাবিদ্যালয়ে এসে পুনরায় শেষ হয়। পরে দুপুর ৩ টা থেকে মহাবিদ্যালয়ের এপিজে আব্দুল কালাম হলে এইডস ভাইরাস আক্রমণ ও প্রতিকার বিষয়ে দীর্ঘ আলোচনা শুরু হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের শুভ সূচনা হয়। প্রদীপ প্রজ্জ্বলন করেন মেদিনীপুর সিটি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুদীপ্ত চক্রবর্তী ও উপাধ্যক্ষ অধ্যাপক কুন্তল ঘোষ। আলোচক হিসেবে ছিলেন মেদিনীপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজের অর্গানন অফ মেডিসিন বিভাগের ডাক্তার সুদীপ চৌধুরী ও শালবনি ব্লক মেডিকেল অফিসার ডাক্তার মনি মল্লিক।

সুদীপবাবুর ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে উৎসাহ ও উদ্দীপনামূলক বক্তব্য দারুন প্রভাব ফেলে। "এইডস রোগীকে নয়, রোগকে ঘৃণা করুন" – এই বিষয়ে দীর্ঘ আলোকপাত করেন অধ্যাপক চৌধুরী। ২০২৫ বর্ষের এইডস এর থিমের উপরও তিনি তার মূল্যবান বক্তব্য রাখেন। এইসব ভাইরাস ঘটিত রোগের ক্ষেত্রে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের সমাজে কি কর্তব্য, লজ্জা- ভয় কাটিয়ে উন্নততর সমাজ গড়ার লক্ষ্যে তাদের করণীয় কি – এর উপর মূল্যবান মনোজ্ঞ বক্তব্য ছাত্র-ছাত্রীদের দারুন উৎসাহিত করে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মহাবিদ্যালয় বাংলা বিভাগীয় প্রধান অধ্যাপক রাকেশ জানা।

উপস্থিত ছিলেন কলেজের সমস্ত ছাত্র- ছাত্রীসহ অধ্যাপিকা অর্পিতা রাজ, অধ্যাপিকা শর্মিলা রায়, অধ্যাপক তপন দাস, অধ্যাপক মনোজিৎ পাল, জাতীয় সেবা প্রকল্পের পক্ষে অধ্যাপক সমর দাস, অধ্যাপক সোমনাথ রানা, অধ্যাপক অভি কোলে, অভ্যন্তরীণ মূল্যমান নির্ণায়ক সেলের পক্ষে অধ্যাপক শিশির ঘোড়াই প্রমুখ। অনুষ্ঠান শেষে ছাত্র-ছাত্রীদের জন্য এইডস সচেতনতা বিষয়ে আলোচনার উপরে একটি কুইজ প্রতিযোগিতা রাখা হয়। অনুষ্ঠানে উপস্থিত প্রায় দু শতাধিক ছাত্র- ছাত্রী, অধ্যাপক -অধ্যাপিকা, অতিথি সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন মেদিনীপুর সিটি কলেজের অধিকর্তা অধ্যাপক প্রদীপ ঘোষ।

Latest