Skip to content

"প্রভাতী পদযাত্রায় ইতিহাসকে শ্রদ্ধা"-১৫৪তম প্রতিষ্ঠা দিবসে উৎসবমুখর মেদিনীপুর কলেজ!

1 min read

নিজস্ব সংবাদদাতা:  মেদিনীপুর কলেজের ১৫৪তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ ৩০শে জানুয়ারি, শুক্রবার সাড়ম্বরে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনের সূচনা হয় এক বর্ণাঢ্য প্রভাতী পদযাত্রার মাধ্যমে। এই পদযাত্রায় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ড. অসিত পণ্ডা সহ কলেজের অধ্যাপক-অধ্যাপিকাবৃন্দ, শিক্ষাকর্মী, প্রাক্তনী ও বর্তমান ছাত্রছাত্রীরা।

পদযাত্রাটি গোলকুয়া চক থেকে শুরু হয়ে বটতলা চক,নানুর চক,গান্ধী স্ট্যাচু, বিদ্যাসাগর মোড় ও পঞ্চুর চক পরিক্রমা করে পুনরায় কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়। পদযাত্রার পথে বিভিন্ন মনীষীদের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এই শ্রদ্ধার্ঘ্য অর্পণ অনুষ্ঠানে নেতৃত্ব দেন কলেজের অধ্যক্ষ ড. অসিত পণ্ডা।

অনুষ্ঠানে কলেজের গৌরবময় ইতিহাস ও শিক্ষাক্ষেত্রে এর অবদান স্মরণ করা হয়। অধ্যক্ষ তাঁর বক্তব্যে বলেন, মেদিনীপুর কলেজ শুধুমাত্র একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি একটি ঐতিহ্য ও সংস্কৃতির ধারক। আগামী দিনেও এই প্রতিষ্ঠান সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।

0:00
/0:42

Latest