Skip to content

সরস্বতী পুজোর শুভ মুহূর্তে মেদিনীপুর কলেজ (অটোনোমাস) পেল “জ্ঞানেশ্বরী সম্মান”

1 min read

নিজস্ব সংবাদদাতা: সরস্বতী পুজোর শুভ মুহূর্তে মেদিনীপুর কলেজ (অটোনোমাস) পেল জ্ঞানেশ্বরী সম্মান২০২৬। এই সম্মান প্রদান করা হয়েছে জনপ্রিয় ফেসবুক পেজ “মেদিনীপুরের পুজো-দেখবে ঠাকুর তুমিও”–এর পক্ষ থেকে। পুরস্কারটি কলেজের শিক্ষা, সাংস্কৃতিক ও সামাজিক ক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়। সরস্বতী পুজোর আনন্দময় পরিবেশে কলেজ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে পেজের প্রতিনিধিরা কলেজ কর্তৃপক্ষের হাতে পুরস্কার তুলে দেন।

কলেজের অধ্যাপক-অধ্যাপিকা, শিক্ষাকর্মীবৃন্দ, শিক্ষার্থী ও সমাজের বিশিষ্টজনেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কলেজের পক্ষ থেকে জানানো হয়, এই সম্মান তাদেরকে আরও উৎসাহ যোগাবে শিক্ষার মান উন্নয়ন এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখতে। ফেসবুক পেজ “মেদিনীপুরের পুজো দেখবে ঠাকুর তুমিও” দীর্ঘদিন ধরে মেদিনীপুরের পুজো, ঐতিহ্য ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়ে স্থানীয় সম্প্রদায়কে অনুপ্রাণিত করে আসছে। সরস্বতী পুজোর এই শুভ দিনে কলেজকে সম্মান জানিয়ে তাদের উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে।

Latest