Skip to content

কন্যাশ্রী প্রকল্প সফল ভাবে রূপায়ণে বিশেষ পুরস্কার পেল মেদিনীপুর কলেজ,অর্জন করল দ্বিতীয় স্থান!

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব প্রতিবেদন : কন্যাদের সার্বিক বিকাশ ও ক্ষমতায়নের দিশারী কন্যাশ্রী। সারা পশ্চিম বাংলার বিভিন্ন জেলার সাথে সাথে পশ্চিম মেদিনীপুর জেলাতেও পালন করা হল একাদশতম কন্যাশ্রী দিবস। যার মূল উদ্যোক্তা পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দফতর। ২০১৩ সালের ১৪ই আগষ্ট এই প্রকল্পটির রূপায়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। ২০২৩-২০২৪ শিক্ষা বর্ষে কন্যাশ্রী প্রকল্প সফলভাবে রূপায়নের নিরিখে পশ্চিম মেদিনীপুর জেলার কলেজ গুলির মধ্যে মেদিনীপুর কলেজ দ্বিতীয় স্থান অধিকার করল্। মেদিনীপুর কলেজের হয়ে পুরস্কারটি গ্রহণ করেন মেদিনীপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সত্যরঞ্জন ঘোষ। প্রথম হল ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী কলেজ। তৃতীয় খড়গপুর ইন্দা কলেজ। উল্লেখ্য কন্যাশ্রী অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারকে নগদ সহায়তার মাধ্যমে মেয়েদের জীবন ও অবস্থার উন্নয়নে পশ্চিমবঙ্গের সরকার কর্তৃক গৃহীত একটি উদ্যোগ। যাতে অর্থনৈতিক সমস্যার কারণে কোনো পরিবার আঠারো বৎসর বয়সের আগে তাদের মেয়ে সন্তানের বিয়ের ব্যবস্থা না করে। এই প্রকল্পের অন্যতম অভিপ্রায় হল, আর্থিক ভাবে পিছিয়ে থাকা গরিব উচ্চ শিক্ষার জন্য তুলে আনা। এই প্রকল্প তার নক্সা ও বৈশিষ্ট্যের জন্য একাধিক জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে। সমগ্র রাজ্য জুড়ে এই প্রকল্পটি উন্নীত করার জন্য ১৪ই আগস্ট কন্যাশ্রী দিবস হিসেবে উদ্‌যাপন করা হয়।

Latest