পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : যাদবপুরের ঘটনার প্রতিবাদে সোমবার সকাল থেকেই মেদিনীপুর কলেজে তীব্র অশান্তি শুরু করেছে বামপন্থী ছাত্র সংগঠন। ছাত্র ধর্মঘটের ডাক দিয়ে যাতে কলেজে কোন ছাত্রছাত্রীরা প্রবেশ করতে না পারে তার জন্য সকাল থেকেই মেদিনীপুর কলেজ গেটের বাইরে দফাই দফায় পিকেটিং চালায় বামপন্থী ছাত্র সংগঠনগুলি। তবে সাধারণ ছাত্র-ছাত্রীদের যাতে কলেজে ঢুকতে কোনরকম অসুবিধির সৃষ্টি না হয় তার জন্যও মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। অন্যদিকে ছাত্র-ছাত্রীদের স্বার্থে বামপন্থী ছাত্রদের ছাত্র ধর্মঘটকে বানচাল করতে প্রস্তুত তৃণমূলের ছাত্র সংগঠনের ছাত্রছাত্রীরা। সোমবার সকালে মেদিনীপুর কলেজে তৃণমূলের ছাত্র-ছাত্রীদের সঙ্গে বামপন্থী ছাত্রছাত্রীদের একপ্রস্তু গন্ডগোল বেঁধে যায়। ঘটনা সামাল দিতে ছুটে আসতে হয়, বিশাল পুলিশ বাহিনীকে। ঘটনার পরে আটক করা হয় এক বামপন্থী ছাত্রকে।
গত শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটনার জন্য উত্তপ্ত মেদিনীপুর কলেজ সোমবার সকাল থেকে !
