নিজস্ব সংবাদদাতা: মেদিনীপুর সমন্বয় সংস্থার মেদিনীপুর টাউন আঞ্চলিক ইউনিটের উদ্যোগে সোমবার যথাযথ মর্যাদায় পালিত হলো অগ্নিযুগের বীর বিপ্লবী মেদিনীপুরের দুর্জয় বীর শহীদ ক্ষুদিরাম বসুর ১১৮ তম আত্মবলিদান দিবস।মেদিনীপুর শহরের হবিবপুরে অবস্থিত শহীদ ক্ষুদিরাম বসুর আবক্ষ মমূর্তিতে মাল্যদান করেন ইউনিটের সভানেত্রী প্রাক্তন বিচারক অঞ্জলী সিংহ।

পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন ইউনিটের উপদেষ্টা মন্ডলীর সদস্য অনাদি কুমার জানা,ইউনিট সম্পাদক তারাপদ বারিক, সহসভাপতিত্রয় অমিতাভ দাস,শঙ্কর চন্দ্র সেন, সবিতা মান্না, সহসম্পাদক সুদীপ কুমার খাঁড়া,ইউনিটের সাংস্কৃতিক উপসমিতির চেয়ারম্যান ভরত কুমার রায়, কার্যনির্বাহী কমিটির সদস্য বিশ্বজিৎ সাহু,ইন্দ্রদীপ সিনহা, ইউনিটের সহ কোষাধ্যক্ষ ডাঃ অরূপ কুমার দাস,এদিনের এই অনুষ্ঠানে শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস উদযাপনের তাৎপর্য সংক্ষেপে ব্যাখ্যা করেন ইউনিটের সহসম্পাদক শিক্ষক সুদীপ কুমার খাঁড়া।