Skip to content

ছত্রিশগড়ে ল্যান্ডমাইন্ড বিস্ফোরণে শহীদ হলেন মেদিনীপুরে আমলাশুলির এলাকার সিআরপিএফের সাব ইন্সপেক্টর জওয়ান সুনীল মণ্ডল!

নিজস্ব প্রতিবেদন : শনিবার ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূমের চাইবাসার ছোটনাগড়া থানা এলাকায় জঙ্গলে মাওবাদীদের বিরুদ্ধে অভিযান চালায় সিআরপিএফের 193 নম্বর ব্যাটেলিয়ন ৷ নেতৃত্বে ছিলেন সাব-ইন্সপেক্টর সুনীল মণ্ডল ৷ গভীর জঙ্গলে মাওবাদীদের পেতে রাখা আইইডি বিস্ফোরণ হয় ৷ ঘটনায় আহত হন সুনীল মণ্ডল এবং পার্থপ্রতীম দে ৷ সেখান থেকে এয়ারলিফট করে তাঁদের রাঁচির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা সুনীল মণ্ডলকে মৃত ঘোষণা করেন ৷ আরও এক জওয়ান পার্থপ্রতীম দে বোমার আঘাতে পায়ে গুরুতর চোট পান ৷পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ের বাড়িতে ফিরলেন সিআরপিএফ জওয়ান সুনীল কুমার মণ্ডল ৷ তবে কফিনে বন্দি হয়ে ৷ রবিবার সন্ধ্যায় তাঁর নিথর দেহ দেখে পরিবারে শোকের ছায়া ৷ 'গার্ড অফ অনার' দিয়ে মৃত জওয়ানকে শেষশ্রদ্ধা জানান তাঁর ব্যাটেলিয়নের বাকি জওয়ানরা ৷

Latest