Skip to content

মেদিনীপুরে সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হলো জোন ক্লাস্টার ও রাজ্য স্তরের ডি.এ.ভি বিদ্যালয় ক্রীড়া ২০২৫!

1 min read

নিজস্ব সংবাদদাতা: রাজ্যের ডি এ ভি বিদ্যালয় গুলির পশ্চিমবঙ্গ জোন ক্লাস্টার ও রাজ্যস্তরের ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হলো মেদিনীপুর শহরে। মেদিনীপুর ডি এ ভি স্কুলের ব্যবস্থাপনায বাস্কেটবল এবং সাঁতারের জোন ক্লাস্টার ও রাজ্য স্তরের প্রতিযোগিতা ডিএডি স্কুল ময়দানে ও মেদিনীপুর সুইমিং ক্লাবে অনুষ্ঠিত হয়।সাঁতারে ৬ টি ক্যাটাগরিতে ১০৪ টি ইভেন্টে প্রতিযোগিতা হয়।

এই প্রতিযোগিতায় সারা রাজ্যের বিভিন্ন ডি এ ভি স্কুল থেকে ২১১ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। বাস্কেটবল ও সাঁতারে গোটা রাজ্যের প্রতিযোগীরা এক প্রাণবন্ত এবং দৃষ্টিনন্দন প্রতিযোগিতা উপহার দেয়। এই মহোৎসবের শুভ উদ্বোধন করেন মেদিনীপুর বিধানসভার বিধায়ক সুজয় হাজরা। দুই দিনের প্রতিযোগিতা জুড়ে অংশগ্রহণকারীরা অসাধারণ প্রতিভা ও ক্রীড়াসুলভ মনোভাব প্রদর্শন করে। সাঁতারে মেদিনীপুর ডি এ ভি পাবলিক স্কুল ছেলেদের এবং মেয়েদের উভয় বিভাগেই সামগ্রিক চ্যাম্পিয়ন হয়,যা মেদিনীপুর ডি এ ভি রছাত্রছাত্রীদের কঠোর পরিশ্রম ও দক্ষতার প্রমাণ।

বাস্কেটবলে, আন্ডার-১৯ বয়েজ বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে বিজয়ী হয় ডি এ ভি মডেল স্কুল, দুর্গাপুর।ডি এ ভি পাবলিক স্কুল, আসানসোল আন্ডার-১৭ গার্লস বাস্কেটবল বিভাগে শিরোপা জেতে। ডি এ ভি মডেল স্কুল, আইআইটি খড়গপুর আন্ডার-১৪ বয়েজ বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে বিজয় অর্জন করে।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান,সৌমেন খান , বিশিষ্ট উদ্যোগপতি ও রোটারী আই হাসপাতালের চেয়ারম্যান মদন মোহন মাইতি সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।পরস্কার বিতরণী অনুষ্ঠানে মেদিনীপুর ডি এ ভি পাবলিক স্কুলের অধ্যক্ষ এন. কে. গৌতম অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে অনুপ্রেরণা মূলক বক্তব্য রাখেন। তিনি তাদের নিষ্ঠার প্রশংসা করেন এবং সর্বদা ক্রীড়াসুলভ মনোভাব ধারণ করার জন্য উৎসাহিত করেন। সমাপনী অনুষ্ঠানটি একটি সুসংগঠিত ও সফল ক্রীড়া আসরের যথাযথ পরিসমাপ্তি ঘটায়।এই প্রতিযোগিতা শুধু ছাত্রছাত্রীদের ক্রীড়া দক্ষতাকেই তুলে ধরেনি, বরং শৃঙ্খলা, দলগত কাজ এবং ন্যায়সঙ্গত খেলাধুলার গুরুত্বও সামনে এনেছে,যা ডি এ ভি প্রতিষ্ঠানের মূল মূল্যবোধের সাথেই সঙ্গতিপূর্ণ।

Latest