নিজস্ব প্রতিবেদন: মেদিনীপুর শহরের শহিদ প্রদ্যুৎ স্মৃতি সদনে অনুষ্ঠিত হল মেদিনীপুর ডিএভি পাবলিক স্কুলের শৈসম্বর্ধনা জ্ঞাপন ও দায়িত্ব বন্টন মূলক অনুষ্ঠান- ‘উড়ান’। সমবেত অতিথিদের উপস্থিতিতে বৈদিক মন্ত্রোচ্চারণ ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্য অতিথি বিদ্যাসাগর ইউনিভার্সিটির রেজিস্টার ডঃ জয়ন্ত কিশোর নন্দী, মেদিনীপুর পুরসভার পুরপ্রধান সৌমেন খান, এনসিসি ব্যাটালিয়ন কম্যান্ডিং অফিসার কর্নেল অনির্বাণ সাহা, ছিলেন বাঁকুড়া ডিএভি প্রিন্সিপাল সুস্মিতা পানিগ্রাহি ও খড়্গপুর আই আই টি ডিএভি স্কুলের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষিকা শর্মিলা গৌতম ও অন্যান্য বিশিষ্টজনেরা। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের অধ্যক্ষ এন কে গৌতম মহাশয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের পক্ষ থেকে বিগত দুই বছরের মাধ্যামিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের এবং রাজ্য ও সর্বভারতীয় স্তরের পরীক্ষায় সফল শিক্ষার্থীদের মোট ২০৬টি পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও ২০২৫ – ২০২৬ শিক্ষাবর্ষের স্টুডেন্ট কাউন্সিল মোট ৬৬টি জন সদস্যদের ব্যাজ প্রদানের মধ্য দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সমবেত সঙ্গীত,সমবেত নৃত্য ও ডিএভি ব্যান্ডের সঙ্গীতের মধ্য দিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপিত করে। অনুষ্ঠানটি সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান বিদ্যালয়ের অধ্যক্ষ এন কে গৌতম।
মেদিনীপুর DAV পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা জ্ঞাপন ও স্টুডেন্টস কাউন্সিলের দায়িত্ব বন্টন!
