Skip to content

সিবিএসই'র দশম ও দ্বাদশ শ্রেণির নজরকাড়া ফলাফল করলো মেদিনীপুর শহরের ডি এ ভি পাবলিক স্কুল!

নিজস্ব সংবাদদাতা : ১৩ই মে মঙ্গলবার দুপুরে প্রকাশিত হয়েছে সিবি‌এসই-র এ বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল। মেদিনীপুর শহরের ডি এ ভি পাবলিক স্কুল থেকে সিবিএসই-র দশম শ্রেণীতে পরীক্ষায় নজরকাড়া ফল করেছে শ্রেষ্ঠা আদক ৯৮.৪%, এনাক্ষী দাস ৯৮% এবং সমর্পিতা মান্ডি ৯৭.৮% নম্বর পেয়ে বিদ্যালয় স্তরে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে। দ্বাদশ শ্রেণীতে দেবার্ঘ্য সামন্ত ৯৫.৬% তিয়াসা মাইতি ৯৪.২% ও মনীষ মণ্ডল ৯৩.২% নম্বর যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে।

Latest