নিজস্ব সংবাদদাতা : ৫ জানুয়ারি সোমবার মেদিনীপুরের সদর ব্লকের বাগের পুকুর থেকে এল্লাবনিউ পর্যন্ত বিজেপির পক্ষ থেকে এক বিশাল বাইক র্যালির আয়োজন করা হয়। এই বাইক র্যালিতে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা প্রবীণ বিজেপি নেতা দিলীপ ঘোষ। সকাল থেকেই বাইক র্যালিকে কেন্দ্র করে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।

বিজেপির পতাকা হাতে নিয়ে শতাধিক বাইক র্যালিতে অংশ নেন দলীয় কর্মী ও সমর্থকরা। বাইক র্যালি শেষে এল্লাবনিতে এক ‘পরিবর্তন সভা’-র আয়োজন করা হয়। সেই সভাতেও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ।

এছাড়াও সভামঞ্চে উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপি মন্ডল সভাপতি সহ জেলা ও ব্লক স্তরের একাধিক বিজেপি নেতৃত্ব। সভামঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে দিলীপ ঘোষ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, “আমরা যে ভোটটা পাই, সেটা আপনাদের ভোট। আর তৃণমূল কংগ্রেস যে ভোট পায়, সেটা ভূতের ভোট। এই যে ৫৮ লক্ষ ভূত—এরা ঠিক ভোটের দিন চলে আসবে।