Skip to content

খুশির ঈদ উপলক্ষ্যে দুস্থদের মধ্যে নতুন বস্ত্র ও মিষ্টি মুখ বিতরণ সহ নানা অনুষ্ঠান!

 নিজস্ব সংবাদদাতা : আরবি ঈদ শব্দের মানে খুশি, আনন্দ বা উৎসব। সোমবার ৩১শে মার্চ বিশ্ব ব্যাপী মুসলিম সম্প্রদায়ের মানুষরা পবিত্র ঈদের উৎসবে মেতে উঠে। তারই সাথে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মেদিনীপুর শহরের মানুষরাও খুশির ঈদে মেতে উঠল। মেদিনীপুর শহরের সেখপুরার মানুষজন ঈদের আনন্দ ভাগ করল পথ চলতি সাধারণ মানুষকে মিষ্টি মুখ ও ছোটো ছোটো কচি কাচাঁদের হাতে চকলেট তুলে দিয়ে। মূল উদ্যোক্তা আদি শেখপুরা মহল্লা উন্নয়ন কমিটি। এলাকার নানারকম সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকে এই সংস্থা। বস্ত্র বিতরন থেকে শুরু করে সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে সর্বদা থাকতে দেখা যায় তাঁদের।

অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন মেদিনীপুর টাউন মুসলিম কমিটির সম্পাদক সরফরাজ খান,সেখপুরা দুর্গোৎসব কমিটির সম্পাদক অভিষেক বসু, বিশিষ্ট সমাজসেবী আবীর আগারওয়াল, সংগীতা ভট্টাচার্য্য,তানবীর খান প্রমুখ। আদি শেখপুরা মহল্লার মহলদার সেক সামিম জানান,"আমাদের সেকপুরা মেদিনীপুর শহরের অন্যতম এক পবিত্র স্থান যেখানে সকল সম্প্রদায়ের মানুষ প্রতিটা অনুষ্ঠান কাঁধে কাঁধ মিলিয়ে সুষ্ঠু ভাবে পালন করে আসেন। সেকপুরা তথা সমগ্র মেদিনীপুর বাসীকে জানাই পবিত্র ঈদের প্রাণভরা শুভেচ্ছা।সকলকে পাশে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ"।

এদিকে একই দিনে কেরানীটোলা ডায়মন্ড ক্লাবের উদ্যোগে আয়োজন করা হয়েছিল বস্ত্র বিতরণের। প্রায় একশ মহিলাদের শাড়ি ও একশ পুরুষদের লুঙ্গি দেওয়ার ব্যবস্থা করা হয়। উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান, আবীর আগরওয়াল,নির্মাল্য চক্রবর্তী,সরফরাজ খান,তানবীর খান, সংগীতা ভট্টাচার্য্য,রবীন্দ্র নাথ ঘোষ, বিপুল ব্যানার্জি প্রমুখ। ভিড় করেন হাজার হাজার দর্শক।

Latest