নিজস্ব সংবাদদাতা : বন্ধুত্বের কোনও মাপকাঠি হয় না, তাই বাবা-মা, ভাই-বোন কিংবা প্রেমিক-প্রেমিকার সম্পর্কে সবচেয়ে আগে প্রয়োজন বন্ধুত্ব ধরে রাখা। রবিবার বন্ধুত্ব দিবসের দিনে মেদিনীপুর হবিবপুর থ্রি স্টার ক্লাবের উদ্যোগে ২য় বর্ষ রক্তদান শিবির অনুষ্ঠিত হলো।

এদিনের শিবিরে রক্তদাতাদের ও আয়োজকদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন জয়ন্ত কুমার মণ্ডল,পুরসভার চেয়ারম্যান সৌমেন খান সহ ওয়ার্ডের কাউন্সিলররা। রক্তদান শিবিরে ১২ জন মহিলা সহ রক্ত দিলেন ৫৫ জন রক্তদাতা। রক্ত সংগ্রহ করেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল ব্লাড সেন্টার কর্তৃপক্ষ।