Skip to content

নারায়ণগড়ে মহিলা বিজেপি কর্মীকে ধর্ষণের অভিযোগে উত্তপ্ত মেদিনীপুর!

পশ্চিম মেদিনীপুর,সেখ ওয়ারেশ আলী: গতকাল অভিযোগ ওঠে নারায়ণগড় ব্লকের মকরামপুর তৃণমূল পার্টি অফিসের মধ্যে প্রাক্তন বিজেপি কর্মী মহিলাকে শারীরিক নির্যাতন করা হয়। নাম আসে স্থানীয় অঞ্চল সভাপতি লক্ষ্মীকান্ত সিটের। অসুস্থ অবস্থায় মহিলাকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার দুপুরে মেদিনীপুর মেডিক্যালে ভর্তি নারায়ণগড়ের নির্যাতিতা প্রাক্তন বিজেপি মহিলা কর্মীকে নিয়ে যাওয়া হচ্ছে কল্যাণী এইমস এ। মেদিনীপুর মেডিক্যালে ওই মহিলার স্বাস্থ্য পরীক্ষা করলে হাসপাতালের চিকিৎসকেরা রিপোর্টে জানান ধর্ষণের কোনো প্রমান মেলেনি। সোমবার বিকেলে শহরের কালেক্টারের মোড়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পরে গেরুয়া বাহিনী। রাস্তায় বসে পড়েন অগ্নিমিত্রা পাল সহ অন্যান্য কর্মী-নেতৃত্বরা। যদিও ব্যস্ততম রাস্তা থেকে সরে যেতে বারবার পুলিশ অনুরোধ করলেন লক্ষীটি গ্রেপ্তার না হওয়া পর্যন্ত তিনি অবস্থান চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন। পুলিশ আটকাতে গেলে শুরু হয় ধস্তাধস্তি। জোর পূর্বক বিজেপি কর্মীরা প্রিজন ভ্যান আটকাতে থাকে এমনকি দেখা যায় কয়েক জন কর্মী আবার দলীয় পতাকা নিয়ে প্রিজন ভ্যানের ছাদে উঠে গিয়েছে। এরপরেই কর্মী সমর্থকদেরকে প্রায় ৩০ জন কে আটক করে পুলিশ। তবে রাস্তার মাঝখানে অবস্থান বিক্ষোভ থেকে এক টুকরো নরেননি অগ্নিমিত্রা পাল বিশাল পুলিশ বাহিনীকে হিমশিম খেতে হয় অগ্নিমিত্র পাল কে রাস্তা থেকে সরিয়ে আনার জন্য। বিষয়টি সম্পর্কে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল বলেন ,"আমাদের কর্মীকে তৃণমূলের পার্টি অফিসে ডেকে এনে ধর্ষণ করেছে অঞ্চল সভাপতি লক্ষ্মীকান্ত সিট ,আমরা আমাদের মেয়ের জন্য প্রতিবাদ জানাতে এসেছি। মেদিনীপুর সরকারি হাসপাতালে তার রিপোর্ট বিকৃত করা হয়েছে।" অন্যদিকে এই ঘটনাটির অভিযোগ মিথ্যা বলে দাবি করেছে অঞ্চল সভাপতি লক্ষ্মীকান্ত সিট। তিনি বলেন , মিথ্যা অভিযোগ করা হয়েছে। আমি পাল্টা অভিযোগ দায়ের করেছি।

Latest