নিজস্ব সংবাদাতা : পশ্চিম মেদিনীপুরের জেলা শহর মেদিনীপুর মানেই ঐতিহ্য, মেদিনীপুর মানেই ইতিহাসের গন্ধ। রাজ্যের অন্যতম প্রাচীন শহর তথা পৌরসভা ক্ষেত্রগুলির অন্যতম হল মেদিনীপুর শহর ৷ সেখানেই ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে প্রাচীন জলট্যাঙ্ক । ২০২৪ অর্থাৎ এই বছর শতবর্ষে পদার্পণ করেছে জলাধারটি। মেদিনীপুর পৌরসভার উদ্যোগে বৃহস্পতিবার অর্থাৎ ২৬ শে ডিসেম্বর সন্ধ্যাতে রাজা নরেন্দ্রলাল খান জলাধার এর শতবর্ষ উদযাপন ও কম্বল বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্র MP জুন মালিয়া, মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান, উপ পৌর মাতা অনিমা সাহা, সৌরভ বসু ,সীমা ভকত,মিতালী ব্যানার্জী,অর্পিতা নায়েক,চন্দ্রানী দাস, প্রতিমা দে,নিরুপমা কোনার শীট,ইন্দ্রজিৎ পানিগ্রাহী,চন্দন বসু সহ অন্যান্ন দলীয় নেতা-নেত্রীরা। প্রায় ১৫০ বছর আগে গড়ে উঠেছিল মেদিনীপুর পুরসভার এই জলাধার ৷ মেদিনীপুরের জলকষ্ট আগেও ছিল। তা সমাধানে পৌরসভা গঠনের প্রায় অর্ধশতাব্দী পরে ১৯২৪ সালে শহরের সুউচ্চস্থানে গড়ে ওঠে জলাধারটি। জলাধার নির্মাণের ব্যয়ভার সামলাতে অর্থদান করেন বর্ধমানের রাজা, মহিষাদলের রাজা, ময়ূরভঞ্জের রাজা মিলিয়ে ২৮ জন। বিভিন্ন জনকল্যাণমূলক কাজে সাহায্যকারী রাজা নরেন্দ্রলাল খানের নামে হয় জলাধারের নামকরণ।


