Skip to content

মেদিনীপুরের সাংসদ পশু সুরক্ষা আইনে সংশোধনের জন্য দাবি তুলেছিলেন,তার আবেদনে সারা দিয়েছেন কেন্দ্র মন্ত্রী রাজীব রঞ্জন সিং!

নিজস্ব সংবাদদাতা :  গত ৩রা ফেব্রুয়ারী ২০২৫ মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া দেশে প্রাণী সুরক্ষা আইন জোরদার করার জরুরি প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছিলেন এবং প্রাণীদের প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধ (সংশোধন) বিল, ২০২২ এর খসড়া দ্রুত প্রবর্তন এবং পাসের আহ্বান জানান। সাংসদ জুন মালিয়া সংসদে ৩৭৭ নম্বর ধারা তুলে এই প্রসঙ্গেই সরব হলেন। তিনি বলেন, “আমি যত দ্রুত সম্ভত ‘প্রিভেনশন অব ক্রুয়েলটি টু অ্যানিম্যাল’ বিলে সংশোধন আনার প্রস্তাব রাখছি।” সাংসদের কথায়, ১৯৬০ সালের পর এই আইনে কোনও পরিবর্তন হয়নি। এমন বহু ধারা রয়েছে যা জামিনযোগ্য। ফলে অপরাধীরা খুব সহজেই ছাড়া পেয়ে যায়। এই কথা শুনে কেন্দ্রের বিভাগের মন্ত্রী রাজীব রঞ্জন সিং চিঠি দিয়ে বলেন আইনটি সংশোধনের কাজ শুরু হয়েছে।

Latest