নিজস্ব সংবাদদাতা : গত ৮ জানুয়ারি মেদিনীপুর মেডিক্যাল কলেজের মাতৃমাতে সন্তানের জন্ম দেন পাঁচ প্রসূতি। চিকিৎসায় গাফিলতির অভিযোগে সন্তান জন্ম দেওয়ার পরই তাঁরা অসুস্থ হয়ে পড়েন। তারপর গত ১২ জানুয়ারি থেকে এসএসকেএমে চিকিৎসাধীন ছিল নাসরিন খাতুন। মস্তিষ্কে রক্ত চলাচল ব্যহত হওয়ার পাশাপাশি কিডনি ক্ষতিগ্রস্ত হয় নাসরিনের। তাঁর শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় ভেন্টিলেশনে ছিল নাসরিন। চার মাসের লড়াই শেষে রবিবার ১১ই মে মৃত্যু হয় তার। এই বিষয়ে জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক সৌম্যশঙ্কর ষড়ঙ্গী বলেন, "প্রথম থেকেই নাসরিনের অবস্থা ভালো ছিল না। ওর ডায়ালিসিস চলছিল কলকাতায়। রবিবার রাতে ডায়ালিসিস নিতে নিতেই মাল্টিঅর্গান ফেলিওর হয়ে নাসরিন খাতুনের মৃত্যু হয় বলে জানা গেছে। কেশপুরের ন্যাড়াদেউলের বাসিন্দা ছিলেন নাসরিন খাতুন। তবে পরবর্তীকালে অসুস্থ প্রসূতি মাম্পি সিং (২৩), মিনারা বিবি (৩১) সুস্থ হয়ে বাড়ি ফিরে এলেও ফিরতে পারলেন না ১৯ বছরে নাসরিন খাতুন।