Skip to content

মেদিনীপুরে জগন্নাথ দেবের স্নান যাত্রা উৎসব!

নিজস্ব সংবাদাতা : বুধবার চিরাচরিত ধর্মীয় রীতি ও আচার মেনে মেদিনীপুর শহরের শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী জগন্নাথ মন্দিরে অনুষ্ঠিত হলো জগন্নাথদেবের স্নান যাত্রা উৎসব।

এদিন সকালেই মন্দিরে গর্ভগৃহ থেকে জগন্নাথ, বলরাম,সুভদ্রা'র বিগ্রহকে মন্দিরের বারান্দায় নিয়ে আসা হয়।সকালে পূজার্চনা হয়। দুপুরের দিকে বিধি মেনে কাঁসাই নদী থেকে জল আনা হয়।বিকেলে ভক্তবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় স্নান যাত্রা উৎসব। এছাড়াও খড়গপুর সহ জেলার বিভিন্ন জগন্নাথ মন্দিরে অনুষ্ঠিত হয়েছে স্নান যাত্রা উৎসব। পশ্চিম মেদিনীপুরের বাংলা ওড়িশা সীমানা এলাকা দাঁতন থানার শরশঙ্কা গ্রামে রয়েছে প্রাচীন জগন্নাথ মন্দির। বেশ কয়েকশো বছরের পুরনো বলে ইতিহাস গবেষকেরা মনে করেন। পুরানো ইতিহাস ঘেঁটে জানা যায়, এই মন্দিরটি নির্মিত হয়েছিল সম্রাট শাহজাহানের আমলে। 

Latest