নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি এক শিক্ষকের নির্মীয়মান বাড়িতে ঘরের লোকেদের অনুপস্থিতিতে তান্ডব চালালো দুষ্কৃতীরা। মেদিনীপুর শহর সংলগ্ন কেরানীচটি বাড়ুয়া হনুমান মন্দির সংলগ্ন এলাকায় নতুন একটি একতলা বাড়িটি নির্মাণ করেছেন শিক্ষক অপরেশ সিনহা। যিনি পেশায় পার্শ্ববর্তী কোড়া দানা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। বাড়িতে গৃহ প্রবেশ হলেও বাড়িতে ধারাবাহিক ভাবে কেউ থাকেন না।কিছুদিন যাবত বাড়িতে কেউ না থাকার সুবাদে কেউ বা কারা বাড়ির প্রাচীর টপকে ভেতরে ঢুকে মদ্যপান করে। বাড়ির তালা ভাঙার চেষ্টা করা হয়। স্থানীয় এক বাসিন্দা বাড়ির মালিক কে খবর দিলে বাড়ির মালিক ছুটে এসে দেখেন জানালার কাঁচগুলোকে নির্মমভাবে ভাঙ্গা হয়েছে। তালা ভেঙে ঢোকার চেষ্টা করা হয়েছে, তৎক্ষণাৎ তিনি স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানান এবং কোতোয়ালি থানায় বাড়িতে ঢুকে দুষ্কৃতি তাণ্ডব ও চুরি ডাকাতির চেষ্টার জন্য অভিযোগ দায়ের করেন। তিনি সন্দেহ প্রকাশ করেছেন স্থানীয় কারও উস্কানি ও মদতে এই ঘটনা ঘটানো হয়েছে। তিনি আশাবাদী দুস্কৃতিরা ধরা পড়বে সেই সাথে এই ঘটনায় আর কেউ যুক্ত থাকলে তাও প্রকাশ্যে আসবে।তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন জানিয়েছেন। বর্তমানে পুলিশ প্রশাসন বিষয়টির তদন্ত করে দেখছে কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে। স্থানীয় নাগরিকরাও এই নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন। এই এলাকায় এমন দুঃসাহসিক ঘটনা এই প্রথম। স্থানীয় মানুষজনের সন্দেহের তীর এলাকার কিছু মদ্যপ যুবকদের দিকে। প্রশাসন বিষয়টি তদন্ত করে দেখছে। স্থানীয় বাসিন্দাদের পুলিশের পক্ষ থেকে আশ্বস্ত করে জানানো হয়েছে ভবিষ্যতে যাতে দুষ্কৃতীরা এই ধরনের অপরাধ আর সংঘটিত করতে না পারে তার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
