Skip to content

কেরানীচটি নাগরিকবৃন্দের উদ্যোগে রক্তদান শিবির!

পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : রক্তের গ্রীষ্মকালীন সংকট মেটাতে এগিয়ে এলেন কেরানীচটি নাগরিকবৃন্দ। তীব্র দাবদাহকে উপেক্ষা করে কেরানীচটি নাগরিকবৃন্দের উদ্যোগে এবং কলকাতার উই ফর অল ও ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতায় ও আয়োজিত রক্তদান শিবিরে ১৪ জন মহিলা সহ মোট ৫৬ জন রক্তদাতা রক্তদান করেন। এটি ছিল সংস্থার উদ্যোগে আয়োজিত অষ্টম বর্ষ রক্তদান শিবির। এদিনের শিবিরে আয়োজকদের পক্ষে সবাইকে স্বাগত জানান শিব প্রসাদ গোস্বামী ও নেপাল ভূঁইয়া ও কার্তিক সিং। শিবিরের উদ্বোধন করেন বিশিষ্ট শল্য চিকিৎসক ডাঃ অমিতাভ পাইন ও মেদিনীপুর লায়ন্স ক্লাবের সভাপতি সমর ঘোষ। শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব প্রণব চক্রবর্তী,বাচিক শিল্পী ব্রিজেশ পান, শিরোমণি গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান রঞ্জন রানা, রক্তদান আন্দোলনের নেতৃত্ব জয়ন্ত মুখার্জি, রক্তদান আন্দোলনের কর্মী সুদীপ কুমার খাঁড়া,সম্বরণ সামন্ত, মৃত্যুঞ্জয় সামন্ত, সমাজকর্মী কুনাল ব্যানার্জী, নৃত্যশিল্পী ঈশিতা চট্টোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট সঞ্চালিকা শতাব্দী চক্রবর্তী গোস্বামী। রক্ত সংগ্রহ করেন ঝাড়গ্রাম ব্লাড সেন্টার কর্তৃপক্ষ।

Latest