নিজস্ব সংবাদদাতা : রক্তের গ্রীষ্মকালীন সংকট কিছুটা হলেও মেটাতে এগিয়ে এলো মেদিনীপুর শহরের কেরানিতলা ঈদ কমিটি। শনিবার ঈদ কমিটির উদ্যোগে কেরানীতলায় আয়োজিত একটি রক্তদান বেশ কয়েক জন মহিলা সহ মোট বিয়াল্লিশ জন রক্তদাতা। পথচলতি মানুষদের মধ্যে ১১ জন এগিয়ে এসে এই শিবিরে রক্তদান করেন। শিবির আয়োজনে সহযোগিতা করে ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম। রক্ত সংগ্রহ করেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল ব্লাড সেন্টার কর্তৃপক্ষ।শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান,তিন কাউন্সিলের সৌরভ বসু ,চন্দ্রানী দাস,মোজাম্মেল হোসেন,টাউন মুসলিম কমিটির সহ সভাপতি তানবীর সাহিদ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। ব্লাড ডোনার্স ফোরামের পক্ষে উপস্থিত ছিলেন অসীম ধর, মৃত্যুঞ্জয় সামন্ত,আসেকুল রহমান, প্রবীর কুমার লায়েক,রানা প্রতাপ সেন প্রমুখ।