Skip to content

মেদিনীপুর শহরের কেরানিতলা এলাকায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এক বৃদ্ধা!

1 min read

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুর শহরে মর্মান্তিক ঘটনা। নির্মীয়মান বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী করলেন এক বৃদ্ধা। ৩রা ডিসেম্বর , শনিবার দুপুর নাগাদ এই ঘটনাটি ঘটে মেদিনীপুর শহরের কেরানিতলা এলাকায়।স্থানীয় সূত্রে জানা যায়, মৃতার নাম প্রীতি ব্যানার্জি বয়স ৭০। তিনি কেরানিতলা এলাকারই বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। শারীরিক অসুস্থতার পাশাপাশি বেশ কয়েক দিন ধরেই তিনি মানসিক অবসাদে ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

শনিবার দুপুরে তিনি নিজেই বাড়ি থেকে বেরিয়ে পাশের একটি নির্মীয়মান বহুতলের ছাদে উঠে যান। এরপর সেখান থেকেই ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করেন বলে অনুমান। ঘটনাটি নজরে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।

পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনাকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভও প্রকাশ পেয়েছে। তাঁদের অভিযোগ, নির্মীয়মান বহুতলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এই ধরনের দুর্ঘটনা বা মর্মান্তিক ঘটনা ঘটছে। অবিলম্বে বহুতল নির্মাণে নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি তুলেছেন তাঁরা।

Latest