Skip to content

আর জি কর কাণ্ডের প্রতিবাদে আইনজীবী ও লো-ক্লার্কদের ধিক্কার মিছিল!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : জেলা জজ আদালতে এবার আর জি কর কাণ্ডের প্রতিবাদে আইনজীবী ও লো-ক্লার্কদের ধিক্কার মিছিল।জেলা জজ আদালতের আইনজীবী ও ল-ক্লার্করা একজোট হয়ে We want justice, We don't want any violence এই স্লোগানকে সামনে রেখে শনিবার দুপুরে জেলা জজ আদালত চত্বরে ধিক্কার মিছিল করল আইনজীবী এবং ল - ক্লার্করা। মূলত আর জি কর মেডিক্যালের চিকিৎসক ছাত্রী ধর্ষন ও খুনে জড়িতদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবিতে এদিন দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলা আদালত চত্বর জুড়ে ধিক্কার মিছিলে সামিল হয় আদালতের সমস্ত আইনজীবী থেকে ল ক্লার্করা।'We want Justice" স্লোগান তুলে কলকাতায় আর জি কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসককে খুন-ধর্ষণের মতো নৃশংস ঘটনার প্রতিবাদে এই ধিক্কার মিছিল করে।

Latest

পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর অর্জুনী পল্লী উন্নয়নী জ্ঞান মন্দির উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বিনামূল্যের চক্ষু পরীক্ষা শিবির  কর্মসূচী!