Skip to content

মেদিনীপুর লায়ন্স ক্লাবের রক্তদান শিবির!

পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : লায়ন্স ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির।চিকিৎসক দিবসে প্রয়াত চিকিৎসক ভোলানাথ রায়ের উদ্দেশ্যে রক্তদান শিবির আয়োজন করে লায়ন্স ক্লাব অব মিডনাপুর। মেদিনীপুর শহরের রবীন্দ্রনগরে ক্লাবের নিজস্ব ভবন শতাব্দী ভবনে শিবিরের আয়োজন করা হয়। ক্লাবের পক্ষ থেকে ডাঃ বিধানচন্দ্র রায় ও ডাঃ ভোলানাথ রায়ের ছবিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য জানানো হয়। সম্বর্ধিত করা হয় ১৫৭ বার রক্তদানকারী জয়ন্ত মুখার্জী, ১২৫ বার রক্তদানকারী অসীম ধর ও ৫০ বার রক্তদানকারী আশিস বাগ, ৩৪ বারের রক্তদানকারী অরিন্দম ভৌমিককে।রক্তদান করেন সুনীল বিশ্বাস, মানি মির্জা, সঞ্জয় দে, অর্ণব দাহ সহ ৪০ জন। সমগ্র অনুষ্ঠান পরিচালনায় তৎপর ছিলেন - মেদিনীপুর লায়ন্স ক্লাবের প্রবীণ সদস্য লায়ন‌- পিনাক বিজয় চক্রবর্তী, সভাপতি - লায়ন রাজপ্রসাদ মাহাতো, কোষাধ্যক্ষ - লায়ন কৌশিক দত্ত সহ লায়ন বিমল ভট্টাচার্য, লায়ন আশিস বাগ, লায়ন দীপক সামন্ত সহ অন্যান্য লায়ন সদস্য বৃন্দ । উপস্থিত ছিলেন সমাজকর্মী সুমন চ্যাটার্জী, রক্তদান আন্দোলনের কর্মী শিক্ষক সুদীপ কুমার খাঁড়া প্রমুখ। শিবিরে রক্তদান করেন চল্লিশ জন রক্তদাতা।রক্তসংগ্রহ করেন ডেবরা ব্লাড সেন্টার কর্তৃপক্ষ।

Latest