পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মামনি রুইদাসের সদ্যজাত শিশুকে নিয়ে আসা হল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে।গত শুক্রবার সকালে মারা যায় মামনি রুইদাস। মামনির সদ্যজাত পুত্র শিশু অসুস্থ হয়ে পড়ায়, তাকে সোমবার সকালে নিয়ে আসা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। এসএনসিইউ তে ভর্তি করা হয়েছে শিশুটিকে। শিশু বিভাগের সিনিয়ার চিকিৎসকেরা দেখছেন তাকে। খবর পেয়ে মাতৃমা বিল্ডিং এই শিশু ওয়ার্ডে আসেন হাসপাতাল সুপার জয়ন্ত রাউত, কলেজ প্রিন্সিপাল মৌসুমী নন্দী। উল্লেখ্য গত বুধবার অপারেশন হয় মামনির। তার প্রস্রাব বন্ধ হয়ে যাওয়ার পর বৃহস্পতিবার আইসিইউ তে ভর্তি করা হয়। ডায়ালোসিস করলেও শেষ রক্ষা হয়নি। শুক্রবার সকালে মৃত্যু হয় মামনির। ওইদিনই শিশুটিকে বাড়ি নিয়ে যায় তার পরিবার। শিশুটির পিসি রুম্পা দাস বলেন, হঠাৎ করে কাল রাত থেকে অসুস্থ হয়ে পড়ে শিশুটি। তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে, ভর্তি করেছে। শিশুটি মায়ের দুধ পায়নি, বাইরের খাবার দিতে হচ্ছে। প্রশাসনের তরফে সোমবার বাড়িতে গিয়ে শিশুর জন্য খাবার আর মশারী দিয়ে এসেছে। মেদিনীপুর মেডিকেল কলেজের প্রিন্সিপাল মৌসুমী নন্দী কে হসপিটালের সার্বিক পরিস্থিতি ও ক্লাইনের বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি রীতিমতো সাংবাদিকদের কাছ থেকে উঠে বেরিয়ে চলে যান।