Skip to content

মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার জয়ন্ত কুমার রাউতের অফিসে CID এর সঙ্গে পাঁচ সদস্যের তদন্তকারী দল!

1 min read

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার জয়ন্ত কুমার রাউতের অফিসে CID এর পাঁচ সদস্যের তদন্তকারী দল। জানা গেছে, CID এর DSP পদমর্যাদার আধিকারিকের নেতৃত্বে এই প্রতিনিধি তাদের তদন্ত প্রক্রিয়া চালাচ্ছেন। জানা গেছে, দুজন PGT, চার জন নার্স, একজন RMO এবং হাসপাতাল সুপারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সেদিনের ঘটনার বিষয়ে। দীর্ঘক্ষণ ধরে জিজ্ঞাসাবাদের পর সন্ধ্যে ৬টা নাগাদ মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপারের অফিস থেকে বেরিয়ে গেলেন CID এর তদন্তকারী দল। হাসপাতাল সুপার জয়ন্ত কুমার রাউত জানান, তদন্ত চলছে, একটি কম্পিটেন্ট অথরিটি তদন্ত করছে, এর থেকে বেশি কিছু বলার নেই। যাকে যাকে প্রয়োজনীয়তা আছে সমস্ত কিছুই উনারা দেখছেন। তবে তদন্ত আন্ডার প্রোসেসে আছে।

Latest