Skip to content

বিতর্কিত প্রাক্তনী মুস্তাফিজুর রহমান মল্লিককে বহিষ্কার করলো মেদিনীপুর মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ!

1 min read

নিজস্ব সংবাদদাতা : মেদিনীপুর মেডিক্যাল কলেজে অবশেষে আন্দোলনের জয়! বিতর্কিত প্রাক্তনী মুস্তাফিজুর রহমান মল্লিককে বহিষ্কার করলো মেদিনীপুর মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। তাঁকে হাউসস্টাফ শিপ থেকেও অব্যহতি দেওয়া হয়েছে। ২ রা সেপ্টেম্বর থেকে মেডিক্যাল কলেজ ক্যাম্পাস বা হোস্টেলে প্রবেশ করতে পারবেন না তিনি।মেদিনীপুর মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের কাছে নতিস্বীকারে বাধ্য হল কর্তৃপক্ষ।প্রভাবশালী ছাত্রনেতা মুস্তাফিজুর রহমান নিয়ে ক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। পাস করে যাওয়ার পরেও রুম দখল, দাদাগিরি, মহিলাদের অসম্মান সহ ভুরি ভুরি অভিযোগ ওঠে মেদিনীপুর মেডিক্যাল কলেজের তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট হেড মুস্তাফিজুর রহমান মল্লিক ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। মেডিক্যালের এক ছাত্রীর দাবি, “মুস্তাফিজুরের দলবল নেশাগ্রস্ত অবস্থায় থাকে। আইটেম সং চালানো হয়, নাচতে বলা হয়।” এক জুনিয়র ডাক্তারের অভিযোগ, মুস্তাফিজুর তিন বছর আগে পাস করে গিয়েছে। তাও হস্টেলে থাকে। নতুন ছেলেমেয়েদের কাছ থেকে টাকা তোলে ওরা। কথা না শুনলে ফেল করানোর হুমকি দেওয়া হয়।

Latest