Skip to content

মেদিনীপুর মেডিকেল কলেজ ১২ জন চিকিৎসককে সাসপেন্ডের পর FIR কোতোয়ালি থানায়!

1 min read

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুর মেডিকেল কলেজ ১২ জন চিকিৎসককে প্রথমে সাসপেন্ড, তারপর FRI দায়ের। মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রসূতি মৃত্যুর ঘটনায় ১২ জন চিকিৎসককে সাসপেন্ডের পর তাঁদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় দায়ের হল এফআইআর । স্বাস্থ্য ভবনের নির্দেশে জেলা উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক কোতোয়ালি থানায় লিখিত ভাবে ৬ জন জুনিয়র চিকিৎসক সহ ১২ জন চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বলে জানা গিয়েছে। মেদিনীপুর মেডিক্যাল কলেজের সদ্য প্রাক্তন সুপার জয়ন্ত রাউত সহ সদ্য প্রাক্তন বিভাগীয় প্রধান মহঃ আলাউদ্দিন, দিলীপ কুমার পাল, হিমাদ্রি নায়েক, সৌমেন দাস ও পল্লবী ব্যানার্জি – এই সিনিয়র চিকিৎসকরা রয়েছেন এফআইআর এর তালিকায়।বৃহস্পতিবার বিকেলে স্যালাইন-কাণ্ডের জেরে ১২ জন চিকিৎসককে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই তালিকায় রয়েছেন ছ’জন পিজিটি চিকিৎসক পড়ুয়া মৌমিতা মণ্ডল, পূজা সাহা, জাগৃতি ঘোষ, ভাগ্যশ্রী কুন্ডু, মণীশ কুমার এবং সুশান্ত মণ্ডল। সিদ্ধান্তের পরেই মেদিনীপুর মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তারেরা বৈঠকে বসেন। বৃহস্পতিবার রাত থেকে স্ত্রী রোগ এবং অ্যানাস্থেশিয়া বিভাগের ২২ জন জুনিয়র ডাক্তার কর্মবিরতি শুরু করেন। শুক্রবার সকাল থেকে হাসপাতালের বাকি সব বিভাগের জুনিয়র চিকিৎসকরাও কর্মবিরতি যোগ দেবেন বলে জানিয়েছেন তাঁরা। ছয় জুনিয়র চিকিৎসককে সাসপেন্ড করার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন তাঁরা।

Latest