Skip to content

মেদিনীপুর মেডিকেল কলেজের হাসপাতালে চিকিৎসাধীন দুই শিশুর শারীরিক অবস্থা কিছুটা উন্নতি!

1 min read

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : হাসপাতালে চিকিৎসাধীন দুই শিশুর শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে বলে জানা গেছে। মৃত মামনি রুইদাসের ছেলের জন্ডিস হয়েছিল, সোমবার সকালে ভর্তি করা হয় মাতৃমা বিল্ডিং এর এসএনসিইউ ওয়ার্ডে। আগামীকাল ছুটি দিয়ে দেওয়া হবে। অন্যদিকে আরেক প্রসূতি রেখা সাউ ভর্তি রয়েছেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে মাতৃমা বিভাগে। রেখাআর স্বামী সন্তোষ সাউ বলেন, আজকে রেখার ছুটি দিয়ে দেওয়া হবে বলে একটু আগেই জানতে পেরেছি। কিন্তু পুত্র সন্তান এনআইসিইউতে ভর্তি রয়েছে। শারীরিক অবস্থা এখনও খুব একটা ভালো নয় বলে জানতে পেরেছি। যেহেতু শিশু ভর্তি রয়েছে তাই তার মাকেও রাখা হোক। কিন্তু চিকিৎসকেরা জানিয়েছেন আগামী বুধবার হাসপাতালে এসে সেলাই কেটে নিয়ে যেতে হবে। রেখার শ্বাশুড়ি পুষ্প সাউ বলেন, বৌমাকে সুস্থ ভাবে বাড়ি নিয়ে যাবো, কিন্তু নাতিকে আজ একসাথে বাড়ি নিয়ে যেতে পারছি না। ভেবেছিলাম সবাই একসাথে বাড়ি ফিরব। মঙ্গলবার ভর্তি করেছিলাম, বুধবার সন্তান হয়। তারপর থেকে শারীরিক অবস্থার অবনতি হলে ভর্তি থাকে। পুষ্পা দেবী চান নাতিকে সাথে নিয়েই বাড়ি যেতে । তাই তিনি এখনই বাড়ি যেতে চাইছেন না ।

উল্লেখ্য গত বুধবার যে পাঁচজনের অপারেশন হয়েছিল তার মধ্যে মামনি রুইদাসের (২২) মৃত্যু হয়। রবিবার রাতে তিনজনকে পাঠানো হয়েছে কলকাতা পিজি হাসপাতালে। একজনের চিকিৎসা চলছিল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরছেন, এটাই কিছুটা হলেও স্বস্তির খবর মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের কাছে । শিশু বিভাগের প্রধান তারাপদ ঘোষ জানান দুটি বাচ্চার চিকিৎসা চলছে মেদিনীপুর মেডিকেলে, মামনি রুইদাসের সন্তান সুস্থ থাকলেও ব্রেকার সন্তান এখনো ক্রিটিকাল অবস্থাতেই রয়েছে । মনে করা হচ্ছে সেদিনের ঘটনার সব থেকেই এখনো বাচ্চার কোনও রেসপন্স নেই ।

Latest