পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী: চলতি মাসের আগামী সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের শহর মেদিনীপুর শহর । সেই মেদিনীপুর শহরে আগামী ২১শে এপ্রিল শালবনি সফরে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের জানা গিয়েছে, জিন্দাল গোষ্ঠীর একটি তাপবিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস করবেন।
২১ এপ্রিল অর্থাৎ সোমবার কলকাতা থেকে মেদিনীপুরে পৌঁছে শালবনি জিন্দাল পাওয়ার প্লান্টের শিলান্যাস করবেন। সেখান থেকে মেদিনীপুর সার্কিট হাউসে এসে রাত্রি যাপন করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। ২২ তারিখ অর্থাৎ মঙ্গলবার যোগ দেবেন প্রশাসনিক বৈঠকে। এছাড়া বিভিন্ন সরকারি প্রকল্পের উদ্বোধনী কর্মসূচিতেও যোগ দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।

এই বছর আয়োজিত বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকেই বিদ্যুৎ ক্ষেত্রে বিনিয়োগের কথা ঘোষণা করেছিলেন জিন্দাল গোষ্ঠীর ম্যানেজিং ডিরেক্টর সজ্জন জিন্দাল। তিনি জানিয়েছিলেন, পশ্চিম মেদিনীপুরের শালবনিতে ৮০০ মেগা ওয়াটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি করতে চলেছে তারা। এই মর্মে ১৬ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে তাদের শিল্পগোষ্ঠী। এবার কয়েক মাস কাটতেই সেই কেন্দ্রেরই শিলান্যাস হতে চলেছেন মুখ্যমন্ত্রী হাত থেকে। ২০২৬ নির্বাচনের আগেই সেই স্বপ্নপূরণ করে শালবনি শিল্পের তালিকায় জুড়ে যাচ্ছে বিদ্যুৎ পাওয়ার প্লান্ট । ২ হাজার একরের শিল্পতালুক জমিতে গড়ে উঠতে চলেছে সেই তাপবিদ্যুৎ কেন্দ্র। জিন্দাল গোষ্ঠীর কথায়, 'এবার দেশের পাওয়ার হাউস হবে এই বাংলা।' সফল হবে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রতিশ্রুতি। বৃহস্পতিবার মেদিনীপুর বিধানসভার বিধায়ক সুজয় হাজরা সাংবাদিক বৈঠক করে জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুর সফরে তবে কি বিষয় কবে আসছেন জিজ্ঞাসাবাদ করলে তিনি স্পষ্ট ভাবে জানাননি । সূত্রের খবর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২১ তারিখ তিনি কলকাতা থেকে হেলিকপ্টারে করে শালবনি জিন্দাল পাওয়ার প্লান্ট উদ্বোধনে এসে পৌঁছবে আর ২২ তারিখ একটি প্রশাসনিক বৈঠক মেদিনীপুর শহরে প্রদ্যুৎ স্মৃতি ভবন সূত্রের খবর ।