Skip to content

মহতাবপুর যুবকবৃন্দ ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির!

নিজস্ব সংবাদদাতা : রক্তের গ্রীষ্মকালীন সংকট কিছুটা হলেও মেটাতে এগিয়ে এলো মেদিনীপুর শহরের মহতাবপুর যুবকবৃন্দ ক্লাব। প্রয়াত সুবল চন্দ্র পাখিরার স্মৃতিতে আয়োজিত শিবিরে বেশ কিছু জন মহিলা সহ মোট ১১২জন রক্তদাতা রক্তদান করেন। শিবির শুরুর আগে কাশ্মীরে সন্ত্রসবাদী হামলায় নিহত ব্যাক্তিবর্গ,সুবল চন্দ্র পাখিরা এবং ক্লাবের প্রয়াত সদস্যবৃন্দ ও প্রয়াত শুভানুধ্যায়ীদের স্মৃতির উদ্দেশ্যে নীরবতা পালন করা হয় এবং কাশ্মীরের ঘটনার নিন্দা করা হয়।শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন বিধায়ক সুজয় হাজরা, পুরপ্রধান সৌমেন খান,ঝাড়গ্রাম হাসপাতালের এম এস ভি পি ডাঃ অনুরূপ পাখিরা, প্রাক্তন শিক্ষাকর্তা পূর্ণেন্দু উত্থাসিনী, সমাজকর্মী মিলন মাইতি,আইনজীবী দেবকুমার পান্ডা, সমাজকর্মী অসীম ধর, সমাজকর্মী সৌমিত্র চক্রবর্তী,শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, সমাজকর্মী সুমন চ্যাটার্জী, মেদিনীপুর কুইজ কেন্দ্রের সহ সম্পাদক সুভাষ জানা, প্রধান শিক্ষক বিপ্লব আর্য,সর্পবন্ধু দেবরাজ চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি শিশির ভট্টাচার্য , যুগ্ম সম্পাদক সৌরভ পন্ডা ও শ্রীকান্ত দাস সদস্য অবন্ধ পাখিরা সহ অন্যান্য সদস্যগণ। উদ্বোধনী ক্লাবের পক্ষে অনুষ্ঠান সঞ্চালনা করেন সুব্রত পাহাড়ি।রক্ত সংগ্রহ করেন মেদিনীপুর ব্লাড সেন্টার কর্তৃপক্ষ।

Latest