Skip to content

মেদিনীপুরের তৃণমূল প্রার্থী জুন মালিয়া!

পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : এবার ভোট জেতা-জেতানোর ভোট নয়, প্রতিবাদের ভোট, প্রতিশোধের ভোট, প্রতিরোধের ভোট। মনে রাখবেন কেন্দ্রে যে-ই ক্ষমতায় আসুক, বাংলা থেকে তৃণমূলের প্রতিনিধিদের জেতান। রবিবার ব্রিগেডে "জনগর্জন সভা"য় দাঁড়িয়ে ৪২ টি আসনেই প্রার্থী তালিকা ঘোষণা করছেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। স্বাভাবিক ভাবেই নজর ছিল এই প্রার্থী তালিকার দিকে।মেদিনীপুর লোকসভার প্রার্থী হলেন জুন মালিয়া।ঘাটালের প্রার্থী হয়েছেন দেব ওরফে দীপক অধিকারীই। ঝাড়গ্রামের প্রার্থী ‘পদ্মশ্রী’ কালিপদ সরেন। তমলুকে প্রার্থী হয়েছেন দেবাংশু ভট্টাচার্য। কাঁথি-তে তৃণমূল প্রার্থী জেলা পরিষদের সভাধিপতি ও বিধায়ক উত্তম বারিক।

Latest