সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুর পৌরসভার উদ্যোগে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পের অধীনে বৃহস্পতিবার মেদিনীপুর পৌর এলাকায় শুরু হল ২১টি গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কাজের পথ চলা। ১৮ নম্বর ওয়ার্ডের পালবাড়ি এলাকায় এক সুশৃঙ্খল অনুষ্ঠানের মাধ্যমে এই কাজগুলোর শুভ সূচনা করেন পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক সন্দীপ টুডু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর সদর মহকুমা শাসক মধুমিতা মুখার্জী, মেদিনীপুর পৌরসভার পুরপ্রধান সৌমেন খান, সিআইসি বিপ্লব বসু, মিতালী ব্যানার্জী, ইন্দ্রজিৎ পানিগ্রাহী, চন্দ্রানী দাস, সুসময় মুখার্জী-সহ পৌরসভার অন্যান্য কর্মকর্তারা।

তাঁদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত।পৌরপ্রধান সৌমেন খান জানান,মেদিনীপুর পৌরসভা এলাকার ১৫৮টি বুথের সার্বিক উন্নয়নের লক্ষ্যে মোট প্রায় ১৫ কোটি ৮০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। যার মধ্যে বৃহস্পতিবার ২১টি প্রকল্পের সূচনা করা হল। এই প্রকল্পগুলোর মধ্যে রয়েছে—রাস্তাঘাট সংস্কার,নিকাশিনালার উন্নয়ন,আলো ও পানীয়জল ব্যবস্থার শক্তিশালীকরণ,পাড়া ওয়ার্ডভিত্তিক জরুরি নাগরিক চাহিদার সমাধান,তিনি আরও বলেন,“মুখ্যমন্ত্রীর ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পের মূল উদ্দেশ্য— মানুষের সমস্যা তাদের বাড়ির দোরগোড়ায় দাঁড়িয়েই শোনা এবং দ্রুত সমাধান করা।

পাড়াভিত্তিক ছোট ছোট সমস্যা যাতে বড় আকার না নিতে পারে, তার জন্যই এই প্রকল্প বিশেষ গুরুত্ব পাচ্ছে। স্থানীয় মানুষের উপস্থিতি, কর্তৃপক্ষের সক্রিয় ভূমিকা এবং উন্নয়নের আশ্বাস— সব মিলিয়ে বৃহস্পতিবারের এই সূচনা অনুষ্ঠান মেদিনীপুর শহরে নিয়ে এল নতুন উদ্দীপনা।