পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে মেদিনীপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের তাতিগেড়িয়া হাইস্কুলের বাইরে তৃণমূলের ওই ওয়ার্ডের সভাপতি চন্দ্রশেখর তিওয়ারি বিরুদ্ধে অভিযোগ ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নিরুপমা কুমার সিট ও তার স্বামী সুনিতি সিট কে তাঁতিগাড়িয়া হাইস্কুল বাইরে একেবারে রাস্তায় ফেলে চড় লাথি ঘুসি চলল । ভিতরে থাকা স্থানীয় পুলিশ ছুটে এসে দুই পক্ষের বেশ কয়েকজনকে আটক করে নিয়ে এসেছে মেদিনীপুরের কোতোয়ালি থানাতে।ইতিমধ্যেই আহত কাউন্সিলরের স্বামীকে মেদিনীপুরের মেডিকেলে চিকিৎসা করানোর পর তাকে নিয়ে যাওয়া হয়েছে কোতোয়ালি থানাতে। স্থানীয় তৃণমূলের কর্মী রবীন্দ্রনাথ ঘোষ জানিয়েছেন জানিয়েছে কাউন্সিলর আর তার স্বামীকে মারধর করেছে চন্দ্রশেখর তিওয়ারির ও তার লোকেরা। ঘটনায় রীতিমতন অস্বস্তিতে তৃণমূল শিবির।
আহত কাউন্সিলর স্বামীকে নিয়ে আসা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। প্রাথমিক চিকিৎসা করিয়ে পুলিশি ঘেরাটপে তাকে হাসপাতাল থেকে বের করে নিয়ে চলে যাওয়া হয় ।ওই এলাকায় পুরানো তৃণমূল কর্মী বলে পরিচিত রবীন্দ্রনাথ ঘোষের দাবি, যিনি মারধর করেছেন, আর যারা মার খেয়েছেন, সবাই তৃণমূল।