Skip to content

মেদিনীপুর পৌরসভার উদ্যোগে পৌরসভার কনফারেন্স হলে দশম শ্রেণী উত্তীর্ণ কৃতি ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : বৃহস্পতিবার ৮ই মে মেদিনীপুর পৌরসভার উদ্যোগে মেদিনীপুর পৌরসভার কনফারেন্স হলে ২০২৫ সালের দশম শ্রেণী উত্তীর্ণ কৃতি ছাত্র-ছাত্রীদের পড়াশোনার প্রতি উদ্বুদ্ধ করার লক্ষ্যে সম্বর্ধনা জ্ঞাপন করা হলো। এদের এই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে মেদিনীপুর পৌরসভার অন্তর্গত ৩৩টি বাংলা মিডিয়াম ও ইংলিশ মিডিয়াম স্কুলের মাধ্যমিকের উল্লেখ যোগ্য ফলাফল অধিকারীদের সম্বর্ধনা করা হয়। মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান জানান, এদিন মেদিনীপুর পৌরসভার অন্তর্গত ৩৩ টি স্কুলের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, স্থান সাফল্য করেছে এই ১২০ জন কৃতি ছাত্র ছাত্রীরা। বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা ও মেদিনীপুর পৌরসভার উদ্যোগে দশম শ্রেণীর উত্তীর্ণ ২০২৫ এ কৃতি ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয় প্রায় ১২০ জন। এই কৃতি ছাত্র-ছাত্রীদের কে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা ও দেওয়া হয়।

Latest