সেখ ওয়ারেশ আলী : শনিবার মেদিনীপুর পৌরসভার উদ্যোগে দাওয়াত-এ- ইফতার পার্টি । মেদিনীপুর পৌরসভার ব্যবস্থাপনায় মির্জা মহল্লা মেলা ময়দানে দাওয়াত এ ইফতার আয়োজন করা হয়। রমজান- উল- মোবারাক এর ২১ তম রোজা উপলক্ষে একটি ইফতার পার্টির আয়োজন করা হয়। শনিবার সন্ধ্যায় মির্জা বাজার মেলা ময়দান মাঠে মেদিনীপুর শহরবাসী মুসলিম সম্প্রদায়কে মানুষদেরকে নিয়ে ২১ই রমজান দিনে মেদিনীপুর পৌরসভার উদ্যোগে ও মেদিনীপুর লোকসভার সাংসদ জুন মালিয়ার প্রচেষ্টায় দাওয়াত- এ - ইফতার পার্টির আয়োজন করা হয়। এই দিন ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন,সৌম্য শংকর সারেঙ্গী, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক, ফাদার ভিনসেন্ট লোবো, মাওলানা আজহার আলী আদিল মসজিদের ইমাম সাহেব, মেদিনীপুর পৌরসভার কাউন্সিলাররা, সমাজসেবী আব্দুল ওয়াহেদ,পৌরপ্রধান সৌমেন খান মির্জা মহল্লা মহালদার সাহেব আব্দুল ওয়াজেদ,আবির আগরওয়াল সহ বিশিষ্ট গুণী ব্যক্তিরা।
