Skip to content

জলের সমস্যা নিয়ে তৃণমূল কাউন্সিলার ও পৌরসভার চেয়ারম্যান সঙ্গে তুমুল উত্তেজনা এবং ভেঙে দেওয়া হলো টেবিলের কাচ ও চেয়ার!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : ১৩ই মে মঙ্গলবার সকালে থেকে জলের সমস্যা নিয়ে মেদিনীপুরে তৃণমূল কাউন্সিলার ও মেদিনীপুরে পৌরসভার চেয়ারম্যান সঙ্গে তুমুল উত্তেজনা। শুরু হয় বিবাদ, চরম বাক-বিতন্ডা। ৫ নং ওয়ার্ডে বিধাননগর ও এর পাশে এলাকায় নাকি দীর্ঘদিন ধরে আসছে নোংরা জল। তাই সমস্যা মেটাতে এসে চেয়ার ম্যানের সাথে চরম উত্তেজনা তৃণমূল কাউন্সিলারদের । তৃণমূল কাউন্সিলের নেতৃত্বে পৌরসভার জল দপ্তর এবং কনজারভেন্সি দপ্তরে ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ করেছেন খোদ পৌর প্রধান সৌমেন খান।

খবর পেয়ে পৌরসভায় থেকে জানানো হয় মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশকে । মেদিনীপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরেই নাকি জলের সমস্যা এবং বার বার পৌর প্রধানকে জানিও কোন সুরাহা হয়নি বলে অভিযোগ কাউন্সিলদের। ওয়ার্ড কাউন্সিলার মৌ রায় ও অন্যান্য কাউন্সিলররা মঙ্গলবার সকালে এলাকার মানুষজনকে নিয়ে আসে পৌরসভায়। এরপর বেলা বাড়তে পৌর প্রধান পৌরসভায় এলেই তার সাথে তুমুল উত্তেজনা হয়ে উঠে কাউন্সিল মৌ রায়। এদিকে পৌর প্রধান সৌমেন খানের অভিযোগ, তার অফিসে আসার আগেই ভাঙচুর করা হয় জল দপ্তর এবং কনজারভেন্সি দপ্তরে। আর যতক্ষণ না এলাকায় জলের সমস্যা মিটছে ততক্ষণ জল দপ্তরের ধরনা দেবেন বলে দাবি কাউন্সিলারের। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায় মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ। ৫ নং ওয়ার্ডে কাউন্সিলার মৌ রায় বলেন আমি ও আমরা অনেক দিন ধরে নোংরা জলের অভিযোগ বলে আসছি কিন্তু কোনো সাহারা হয়নি । অফিসে ভাঙচুর নিয়ে আমরা কিছু জানি না। এই ঘটনা নিয়ে আলোড়ন পড়ে গিয়েছে। এমন ঘটনা যে ঘটতে পারে তা কেউ ভাবতেও পারেনি। শাসকদলের দুই পৌর প্রতিনিধির মধ্যে এমন ঘটনা নজিরবিহীন বলেই দাবি বিভিন্ন মহলের।

Latest