Skip to content

নৃত্যবীথির উদ্যোগে রবীন্দ্র নজরুল স্মরণ অনুষ্ঠান!

নিজস্ব সংবাদদাতা : মেদিনীপুর শহরের সুপরিচিত নৃত্যশিক্ষা প্রতিষ্ঠান নৃত্যবীথির উদ্যোগে অনুষ্ঠিত হলো রবীন্দ্র-নজরুল সন্ধ্যা। মেদিনীপুরের রবীন্দ্র নিলয়ে আয়োজিত এই অনুষ্ঠানের সূচনা হয় সমবেত অতিথিদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্জ্বলন ও রবীন্দ্রনাথ ও নজরুলের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে। অনুষ্ঠানে উপস্থিত সবাইকে স্বাগত জানান নৃত্যবীথির অধ্যক্ষা বিশিষ্ট নৃত্যশিল্পী প্রিয়াংকা আঢ্য। অনুষ্ঠানে বিভিন্ন আঙ্গিকের নৃত্য পরিবেশন করেন নৃত্যবীথির শিক্ষার্থীরা। পাশাপাশি হৃদয়গ্রাহী সঙ্গীত ও আবৃত্তির মধ্য দিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপিত হয়।অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী জয়ন্ত সাহা,বাচিক দম্পতি অমিয় পাল ও মালবিকা পাল, রবীন্দ্র স্মৃতি সমিতির সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র ওঝা, সভাপতি জগবন্ধু অধিকারী, সাহিত্যিক সাহিত্যিক বিদ্যুৎ পাল, সংস্কৃতিপ্রেমী চিকিৎসক ডাঃ উজ্জ্বল কান্তি আচার্য,শিক্ষাব্রতী সবিতা দুয়ারী,বাচিক শিল্পী নরোত্তম দে,রত্না দে,সঙ্গীত শিল্পী রথীন দাস, সঙ্গীত শিল্পী সুমন্ত সাহা, নৃত্যশিল্পী নবনীতা বোস,সময় বাংলার কর্ণাধার জয়ন্ত মন্ডল,অভিনেতা সুশান্ত ঘোষ, সংস্কৃতিকর্মী সৌরভ রায় সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। উপস্থিত সকলে নৃত্যবীথির উদ্যোগের প্রশংসা করেন। অনুষ্ঠান সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় নৃত্যবীথির পক্ষে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জনান প্রিয়াংকা আঢ্য ও মিলন আঢ্য।

Latest