Skip to content

অপারেশন সিঁদুর নিয়ে বাহিনীর প্রশংসায় উচ্ছ্বাস মেদিনীপুর শহরবাসী ও বিজেপি কর্মী সমর্থকরা!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : পহেলগাঁও হামলার জবাব হিসেবে এই সার্জিক্যাল স্ট্রাইকের জন্য ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রশংসায় পঞ্চমুখ হলেন মেদিনীপুর বিজেপি কর্মী সমর্থকরা । পহেলগাঁও হামলার ১৪ দিন পর অবশেষে ‘অপারেশন সিঁদুর’। মঙ্গলবার মধ্যরাত্রে পাকিস্তানে ৯ জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিয়েছে ভারতীয় সেনা। সীমান্ত টপকে পাকিস্তানে ঢুকেই একের পর এক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে।পহেলগাঁওতে হিন্দু পর্যটকদের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিশোধ নিল ভারত। 'অপারেশন সিঁদুর'-এর অধীনে রাফাল যুদ্ধবিমান ব্যবহার করে ভারতীয় বায়ুসেনা পাক অধিকৃত কাশ্মীরে অবস্থিত জঙ্গি ঘাঁটিগুলো ধ্বংস করে দিয়েছে। ২৬ জন মানুষের হত্যার বদলা নিতে পাক অধিকৃত কাশ্মীরে বিমান হামলা চালিয়ে জঙ্গিদের ৯টি আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।গোয়েন্দা সূত্রে খবর, ওই জঙ্গি ঘাঁটিগুলোতে প্রায় ৯০০ জঙ্গি অবস্থান করছিল। এর মধ্যে বাহাওয়ালপুরের ঘাঁটিতে মুরিদকেত, মুজাফফরাবাদ ও কোটলিত এবং শিয়ালকোট, গুলপুর, ভীমবের ও চক আমরুর ঘাঁটি গুলোতে জঙ্গি ছিল।

যদিও এই ঘাঁটিগুলো সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়েছে বলে খবর।গতকাল ভারতের অপরেশন সিঁদুর এ সাফ হয়েছে পাকিস্তানের একাধিক জঙ্গীঘাটি। আর তারপরই আজ,৭ই মে বুধবার সকাল থেকে মেদিনীপুর শহর জুড়ে উচ্ছ্বাস বিজেপি কর্মী সমর্থকদের। সকাল থেকেই বাজনা সহকারে আবির খেলে এবং পথচলতি সাধারন মানুষকে মিষ্টিমুখ করিয়ে উল্লাসে মাতলেন বিজেপি কর্মী সমর্থকরা।

Latest