Skip to content

চাকুরি ফেরানোর দাবিতে মেদিনীপুর শহরে চাকুরী হারা যোগ্য শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীদের দৃপ্ত মিছিল!

নিজস্ব সংবাদদাতা : চাকুরিতে পুনর্বহাল ও নিজেদের আত্মসম্মান পুনঃপ্রতিষ্ঠার দাবিতে মঙ্গলবার ২৭শে মে দুপুরে মেদিনীপুর শহরে দৃপ্ত মিছিল করলেন চাকুরি হারা যোগ্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা।সঙ্গে যোগ দিলেন শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ। উই দ্যা ফোরাম ফর পেন্ডিং জাস্টিসের ব্যানারে আহুত এই মিছিলের ব্যবস্থাপনায় ছিল বিএমইএফ। সাথে ছিল আদিবাসী যোগ্য শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মী অধিকার রক্ষা মঞ্চ(২০১৬)।কোলকাতা সিএফএসএল রিপোর্ট না আসা পর্যন্ত স্টে-অর্ডার দিয়ে সুপ্রিম কোর্টকেই একটি উচ্চ-পর্যায়ের কমিটি গঠন করে দুর্নীতির তদন্ত শুরু করতে হবে,গত ৩ রা এপ্রিল তারিখে ২০১৬-এর প্যানেল বাতিল বিষয়ক রায়টি সুপ্রিম কোর্টকেই পুনর্বিবেচনা করে যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের চাকরিতে বহাল রাখতে হবে, দুর্নীতির সঙ্গে যে বা যারা যুক্ত আছে তাদের চিহ্নিত করে অপরাধীদের দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে,প্যানেল বাতিলের ফলে যোগাদের যে সম্মান ও আত্মমর্যাদা নষ্ট হয়েছে তা সরকার ও সুপ্রিম কোর্টকে পুনঃপ্রতিষ্ঠার ব্যবস্থা গ্রহণ করতে হবে,গত দশ বছরে যাঁরা পরীক্ষায় বসার জন্য যোগ্য তাদের জন্য প্রতি বছরে স্বচ্ছ ও দুর্নীতিহীন পরীক্ষা ও নিয়োগের ব্যবস্থা করতে হবে,এই সমস্ত দাবিকে সামনে এদিনের মিছিল সংগঠিত হয়।

এছাড়াও সম্পূর্ন ওএমাআর প্রকাশ সহ অন্যান্য দাবি জানানো হয়।জাতীয় পতাকা, ধামসা-মাদল, বর্ণপরিচয়,শঙ্খধ্বনি ও বিভিন্ন ধরনের প্লাকার্ড সহ এদিনের মিছিল টি অনুষ্ঠিত হয়। মিছিল থেকে শিক্ষক আন্দোলনে পুলিশের নির্যাতনের তীব্র প্রতিবাদ জানানো হয়। সহস্রাধিক শিক্ষক -শিক্ষিকা-শিক্ষাকর্মী ও শুভানুধ্যায়ীদের দৃপ্ত মিছিল অশোকনগর মোড় থেকে শুরু হয়ে বাসস্ট্যান্ড, ক্ষুদিরাম মোড়, গান্ধী মোড়,পঞ্চুর চক,গোলকুঁয়া চক, বটতলা হয়ে কেরানিতলা মোড়ে শেষ হয়।

ক্ষুদিরাম মোড়ে পথসভা ও কেরানীতলাতে পথ অবরোধ হয়। এদিনের মিছিলে নেতৃত্ব দেন বিএমইএফ এর পক্ষে রাজ্য সভাপতি ইসরারুল হক মন্ডল, সম্পাদক রবিউল ইসলাম, চাকুরিহারাদের পক্ষে কৃষ্ণগোপাল চক্রবর্তী সহ অন্যান্যরা। মিছিলে চাকুরিহারা শিক্ষকরা ছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ যোগ দেন।

Latest