পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ফেরানো, চাকরিহারাদের পুনরায় চাকরিতে পুনর্বহাল সহ বিভিন্ন দাবিতে মঙ্গলবার ২৭শে মে মেদিনীপুর শহরজুড়ে প্রতিবাদ মিছিল ও পথ অবরোধ করে বিক্ষোভ শামিল হল চাকরিহারা শিক্ষক সংগঠন BMEF। এদিন মেদিনীপুর শহরে অশোকনগর থেকে একটি প্রতিবাদ মিছিল শুরু হয়ে মেদিনীপুর শহর পরিক্রমা করে। শহরের কেরানিতলা মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় সংগঠনের নেতৃত্ব ও সদস্যরা। তাদের দাবি না মানা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন ।

পথ অবরোধ, বিক্ষোভ–আন্দোলন, মামলা–বৈঠক সব করা হয়ে গিয়েছে। তারপরও চাকরিহারা শিক্ষকদের মনবাঞ্ছা পূর্ণ হচ্ছে না। তাই আন্দোলন চলছে দীর্ঘ সময় ধরে। আমার একটা প্রশ্ন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে কেন এই বিষয়ে সমস্যার সমাধান রাস্তা খুঁজছেন না কেন? উনার তো S S C উনি বন্ধ করে দিন, সরাসরি বলে দিন যে আমরা ভুল করেছি, ভুলটা স্বীকার করছেন না। এমনই সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরলেন ইসরারুল মন্ডল। এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের রাজ্য নেতৃত্ব ইসরারুল মন্ডল।
