Skip to content

দুই শিশুকে শীতের পোশাক কিনে নিজে হাতে সেই পোশাক দুই শিশু কে পরিয়ে দিলেন মহকুমার মহকুমা শাসক মধুমিতা মুখার্জি!

1 min read

নিজস্ব সংবাদদাতা :  বৃহস্পতিবার সকালে মেদিনীপুর সদরের ৬নম্বর ওয়ার্ড শেখপুরা এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শনে আসেন মেদিনীপুর সদরের মহকুমা শাসক মধুমিতা মুখার্জি। শেখপুরা এলাকার ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ছাত্রছাত্রী প্রায় ৫০ জন। সেই সময় পরিদর্শনে বেরিয়ে শীত বস্ত্র হীন ২ শিশুকে শীতে কাঁপতে দেখে দোকানে ছুটে ছুটে যান মহকুমা শাসক। অত সকালে মেদিনীপুরে তখনও দোকান বিশেষ খোলেনি। তারই মাঝে একটি দোকানের মালিককে পেয়ে তাঁকে দোকান খুলতে অনুরোধ করেন তিনি দোকান খুললে শীতবস্ত্র কিনে ফের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ফিরে আসেন মহকুমা শাসক। নিজের হাতে তাদের পোষাক পড়িয়ে দেন। বেশ কিছুক্ষণ গল্পও করেন শিশুদের সঙ্গে।চরম মানবিকতার পরিদর্শন রাখলেন মেদিনীপুর সদর মহকুমার মহকুমা শাসক।

Latest