নিজস্ব সংবাদদাতা : বড় দিনে ফেস্টিভ মুডে শহর থেকে শহরতলি। বছর শেষে চলছে সেলিব্রেশন। বড় দিনের অর্থাৎ বৃহস্পতিবার সকালে মেদিনীপুর শহরের বার্জটাউন তথা শেখপুরা ফাদার পুকুরের কাছের এলাকার ঘটনা। সাত সকালে এক বৃদ্ধের মৃত দেহ উদ্ধার করল পুলিশ। এলাকায় পড়েছিল দেহ। চাঞ্চল্য ছড়ায়। খবর দেওয়া হয় কোতয়ালী থানায়। পুলিশ গিয়ে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম ডোমান মুর্মু। বয়স ৮২ বছর। পুলিশ মৃত দেহ এদিন ময়নাতদন্তে পাঠিয়েছে ও তদন্ত শুরু করেছে। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, মদ্যপ অবস্থায় কোনও ভাবে পড়ে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হতে পারে।