Skip to content

মেদিনীপুর শহরের আদি শেখপুরা মহল্লার উদ্যোগে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক কৃতী ছাত্র ছাত্রীদের সংবর্ধনা!

নিজস্ব সংবাদদাতা :  গত বৃহস্পতিবার ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মেদিনীপুর শহরের আদি শেখপুরা মহল্লার উদ্যোগে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক কৃতী ছাত্র ছাত্রীদের বিশেষভাবে সংবর্ধনা দেওয়া হয়। মেদিনীপুর শহরের শেখপুরা এলাকায় বাসিন্দাদের নিয়ে এই অনুষ্ঠান করা হয়েছিল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর চার্চ স্কুলের ফাদার স্টেফান টুডু, ডঃপি কে ভৌমিক, মেদিনীপুর টাউন মুসলিম কমিটির সম্পাদক সরফরাজ খান, বিশিষ্ঠ সমাজসেবী আবীর আগরওয়াল, সঙ্গীতা ভট্টাচার্য,বিপুল ব্যানার্জি,পবিত্র রায় সহ আদি শেখপুরা মহল্লার সমস্ত সদস্যরা। এই বছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক কৃতী ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয় এবং পরিবেশ সচেতনতার বার্তা দিতে একটি করে চারাগাছ ও কাচের বোতল উপহার হিসেবে দেওয়া হয়। তারই সাথে ১৩৫ জন মহিলাদের শাড়ী ও ৩৫ জন পুরুষদের লুঙ্গী দেওয়া হয়। আদি শেখপুরা মহল্লার মহলদার সেক সামিম বলেন "সকল শুভ চিন্তা ভাবনা সম্পন্ন মানুষ যারা পাশে থেকে অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত করে তুলেছেন তাদের কে অসংখ্য ধন্যবাদ জানাই। ভবিষ্যতে উনারা পাশে থাকলে আরও সামাজিক কাজের সাথে আমরা যুক্ত থাকতে পারব।

Latest