পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী: কোলকাতার বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনার পর অগ্নিনির্বাপন নিয়ে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা। আর তারপরই তৎপর মেদিনীপুর পৌর প্রশাসন।৩রা মে শনিবার মেদিনীপুর শহরের বিভিন্ন শপিং মলে হানা দেয় মেদিনীপুর পুরসভার পুরপ্রধান সহ পৌর আধিকারিকেরা। তবে মেদিনীপুর শহরের অধিকাংশ শপিং মল গুলিরই নেই ফায়ার লাইসেন্স। তা কার্যত স্বীকার করে নেন সেই সমস্ত শপিং মল কর্তৃপক্ষ। তবে যে সমস্ত শপিং মলের ফায়ার লাইসেন্স নেই বা ফায়ার সেফটি সিস্টেম নেই সেই সমস্ত মল গুলিকে সাত দিনের সময়সীমা দেওয়া হয়েছে, তার মধ্যে মল গুলি ব্যবস্থা গ্রহন না করলে নেওয়া হবে কড়া ব্যবস্থা। প্রসঙ্গত, মেদিনীপুর শহর জুড়ে গড়ে উঠেছে একাধিক বিশালাকার শপিং মল বা কমপ্লেক্স। প্রতিদিন সেই সমস্ত মল বা কমপ্লেক্সে কেনাকাটা করতে আসেন শয়ে শয়ে মানুষ। অথচ সেইসব মল বা কমপ্লেক্সেরই নেই কোন বৈধ ফায়ার লাইসেন্স। বৈধ ফায়ার লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে ব্যবসা। এবার ক্রেতাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে তৎপরতা লক্ষ্য করা গেলো মেদিনীপুর পুরসভার।
